• রবিবার ১৯ মে, ২০২৪
logo

ধনবাড়ীতে দোয়াত-কলম ও মোটরসাইকেল প্রতীকে চলছে ভোটযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক ০৮ মে, ২০২৪ ০৭:০৫ এএম 256 views

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মতিয়ূর রহমান বলেন, ‘ধনবাড়ীর নির্বাচন শান্তিপূর্ণ করতে যা যা করার তার সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ থাকবে না। ঘটার সাথে সাথেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ভোটগ্রহণ চলছে। আজ বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটের দিন সকাল থেকে কিছুটা আবহাওয়া খারাপ থাকলেও  বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।

এখানে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তবে এর মধ্যে খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন (দোয়াত-কলম) ও আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ (মোটরসাইকেল) প্রতীকে ভোটযুদ্ধ চলছে বলে জানান সাধারণ ভোটাররা। এরা দুজনই উপজেলার তৃণমূলের শক্তিশালী নেতা। 

এছাড়াও প্রার্থী রয়েছেন সাবেক মন্ত্রী ড. রাজ্জাকের খালাতো ভাই হারুনার রশীদ হীরা (ঘোড়া), সাবেক ছাত্র নেতা মেহেদী হাসান রনি (আনারস) ও ড. মো. আজিজুল ইসলাম (হেলিকপ্টার)।  

ভোটাররা জানান, সকাল থেকেই শুরু হয়েছে ভোট যুদ্ধের খেলা। দোয়াত-কলম ও মোটরসাইকেল প্রতীকে চলছে ভোটের যুদ্ধ। তবে অন্য প্রার্থীরা তেমন আলোচনায় নেই এই নির্বাচনে। তবে কিছু কেন্দ্রে ঘোড়ার নেতাকর্মীরা প্রভাব বিস্তারের চেষ্টা চালায়। এতে ক্ষিপ্ত হয়ে পড়ে[ সাধারণ জনগণ।  

হাজরাবাড়ী এলাকার ভোটার বাছেদ মিয়া বলেন, 'দীর্ঘদিন পর ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।  সবাই আগ্রহ নিয়ে ভোট দিতে কেন্দ্রে যাচ্ছে।  তবে উপজেলা গঠনে তপন চেয়ারম্যানের বিকল্প নেই এবার।'

মুশুদ্দি কেন্দ্রের ভোটার রেজিয়া বেগম বলেন, 'সকাল সকাল ভোট দিয়েছি। আমরা আশাকরি দোয়াত-কলম প্রতীকের জয় হবে ইনশাআল্লাহ।' 

কেন্দুয়া এলাকার ভোটার রহিম মিয়া, নাসিম মিয়া, রবি হোসেন বলেন, আমরা চাই সঠিক নেতৃত্ব। এবার করও কথায় ভোট দিবো না। তাই উপযুক্ত প্রার্থীকে ভোট দিবো।' 

এদিকে উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। 

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মতিয়ূর রহমান বলেন, ‘ধনবাড়ীর নির্বাচন শান্তিপূর্ণ করতে যা যা করার তার সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ থাকবে না। ঘটার সাথে সাথেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৫৮৮ জন। এরমধ্য পুরুষ ৭৯ হাজার ৯০২ জন এবং নারী ৮২ হাজার ৬৮৬ জন।