• রবিবার ১৯ মে, ২০২৪
logo

আবারও কি পদ ফিরে পাচ্ছেন জায়েদ খান

বিনোদন ডেস্ক ২৮ এপ্রিল, ২০২৪ ০৭:০৪ এএম 17 views

মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘ঠিক কী কারণে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে তা জানা নেই। তবে বাদ দেওয়াটা মনে হয় বেআইনি হয়েছে। বিষয়টি নিয়ে সভায় কথা বলব। সেখানে সবার পরামর্শ ও সম্মতিতে সবার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গেল ১৯ এপ্রিল। সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের এই নির্বাচনে জয় পেয়েছেন মিশা-ডিপজল পরিষদ। গেল ক’দিন ধরে এফডিসি পাড়ায় কথা রটেছে- জায়েদ খানসহ বাদ পড়া বেশ ক’জন শিল্পী তাদের সদস্যপদ ফিরে পাচ্ছেন! এবার বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল।

তিনি বলেন, ‘ঠিক কী কারণে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে তা জানা নেই। তবে বাদ দেওয়াটা মনে হয় বেআইনি হয়েছে। বিষয়টি নিয়ে সভায় কথা বলব। সেখানে সবার পরামর্শ ও সম্মতিতে সবার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে।’

এর আগে, গেল ২ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়। তখন কমিটিতে ছিলেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার। তাদের কমিটি বেশ কিছু কারণ দেখিয়ে জায়েদের সদস্যপদ বাতিল করে।

উল্লেখ্য, ২০২৪-২০২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। ইতিমধ্যে নবনির্বাচিত কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জায়েদ খানসহ সমিতি থেকে বাদ পড়া সবার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি নতুন সদস্যও নেওয়া হবে।